ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪৬ জন নিহত, আহত ১০

প্রকাশিত: ১৭:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪৬ জন নিহত, আহত ১০

ওমদুরমানে সুদানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৬ জনে দাঁড়িয়েছে বলে বুধবার (২৬ ফেব্রুয়ারি) কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খার্তুম মিডিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

সুদানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, অ্যান্টোনভ বিমানটি মঙ্গলবার ওমদুরমানের উত্তরাঞ্চলে অবস্থিত ওয়াদি সাইদিনা বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করার সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটি শহরের কারারি এলাকায় বেশ কয়েকটি বাড়ির ক্ষতিও সাধন করেছে।

সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক ব্যক্তিরাও রয়েছেন। তবে তারা নির্দিষ্ট সংখ্যা বা দুর্ঘটনার কারণ উল্লেখ করেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, কিছু মৃতদেহ ওমদুরমানের নাউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সুদানে ২০২৩ সাল থেকে সামরিক বাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে সংঘাত গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধ নগর এলাকাগুলিকে ধ্বংস করে দিয়েছে এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে, যার মধ্যে গণধর্ষণ এবং জাতিগত হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি এগুলোকে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে, বিশেষত দারফুর অঞ্চলে।

সাম্প্রতিক মাসগুলোতে সুদানের সামরিক বাহিনী খার্তুম ও অন্যান্য অঞ্চলে আরএসএফ-এর বিরুদ্ধে অগ্রসর হয়েছে। অন্যদিকে দারফুরের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী আরএসএফ দাবি করেছে যে, তারা সোমবার দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায় একটি সামরিক বিমান ভূপাতিত করেছে।

সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

শরিফ

×