ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে সুরাহা হয়েছে: হামাস

প্রকাশিত: ১৭:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে সুরাহা হয়েছে: হামাস

ফিলিস্তিনি সংগঠন হামাস মঙ্গলবার জানিয়েছে তাদের এক প্রতিনিধিদল মিশরের রাজধানী কায়রো সফর শেষ করেছে। যেখানে তারা সেই সমস্যার সমাধানে একটি চুক্তিতে পৌঁছেছে, যা গত শনিবার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়ার কথা থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বিলম্বিত করেছিল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু

এক বিবৃতিতে হামাস জানায়, এর সিনিয়র কর্মকর্তা খালিল আল-হায়্যার নেতৃত্বাধীন প্রতিনিধিদল মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বাস্তবায়ন এবং পরবর্তী ধাপের আলোচনার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে।

সংগঠনটি চুক্তির সকল শর্ত পূর্ণ ও নির্ভুলভাবে মানার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

হামাস আরও জানায়, একটি সমাধানে পৌঁছানো হয়েছে, যা নিশ্চিত করবে যে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং ইসরায়েলি মৃতদেহ হস্তান্তর একসঙ্গে ঘটবে, যেমনটি চুক্তির প্রথম ধাপে নির্ধারিত ছিল। এ ছাড়া অতিরিক্ত ফিলিস্তিনি নারী ও শিশুকেও মুক্তি দেওয়া হবে।

একজন ইসরায়েলি কর্মকর্তা মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন যে হামাসের সঙ্গে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বিলম্ব সংক্রান্ত সমস্যা সমাধানে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ইসরায়েলের চ্যানেল ১৩-কে জানিয়েছেন, মিশরের মধ্যস্থতা সফল হয়েছে… ফিলিস্তিনি বন্দিদের মুক্তি বিলম্বের সমস্যার সমাধানে একটি চুক্তি হয়েছে।

তিনি আরও বলেন, যদি শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হয়, তবে বুধবার রাতে আনুষ্ঠানিকতা ছাড়াই চারজন ইসরায়েলি বন্দির মৃতদেহ ফিরিয়ে দেওয়া হবে, এবং ফিলিস্তিনি বন্দিদের ধাপে ধাপে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

সূত্র আনাদোলু

শরিফ

×