ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

জাপানে অদ্ভুত বিজ্ঞাপন

বিবিসি

প্রকাশিত: ২৩:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জাপানে অদ্ভুত বিজ্ঞাপন

খাবার খেয়ে খদ্দেরের পছন্দ হয়নি

খাবার খেয়ে খদ্দেরের পছন্দ হয়নি। তাই রেটিংয়ে মাত্র একটি স্টার দিয়েছিলেন দুই খদ্দের। এই খারাপ মূল্যায়নে মাথায় রাগ চড়ে যায় একটি রেস্তোরাঁর মালিকের। তাই ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে ওই দুই ব্যক্তির খোঁজ চেয়েছেন তিনি। খুঁজে দিতে পারলে ব্যক্তিপ্রতি ৫৮ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন ওই দোকানের মালিক। আর সেই বিজ্ঞাপনে তৈরি হয়েছে বিতর্ক।
জাপানের কিয়েটোর ‘তোয়োজিরো’ নামে একটি রেস্তোরাঁ তাদের রামেন নুডলস্রে জন্য বিখ্যাত। সম্প্রতি দুই ব্যক্তি সেখানে নুডলস্ খেয়ে মূল্যায়ন রেটিংয়ে মাত্র একটি স্টার দিয়েছিলেন। তা দেখে মেজাজ গরম হয়ে যায় রেস্তোরাঁ মালিকের। রাগের বশে ইনস্টাগ্রামে ওই দুই ব্যক্তির ছবি দিয়ে পোস্ট করে লিখেছিলেন, ‘এই দুই ব্যক্তিকে যে বা যারা খুঁজে দিতে পারবে তাদের ব্যক্তিপ্রতি ৬৬২ ডলার পুরস্কার দেওয়া হবে।’ 
ওই রেস্তোরাঁর মালিক আরও লিখেছেন, তারা আবার এসে খেতে পারেন এবং ছবিসহ ভালো মূল্যায়ন রেটিং দিয়ে যাবেন। নইলে তাদের ক্ষমা করব না। এমনকি তাদের পরিবারের নিরাপত্তার কথাও ভাবব না। 
এই প্রতিক্রিয়ার ফলে প্রবল কটাক্ষের মুখে পড়তে হয় ওই রেস্তোরাঁর মালিককে। ওই পোস্ট তিনি মুছে দিতে বাধ্য হন। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। সব কিছুরই ভালোমন্দ রয়েছে। সেগুলো মাথায় রেখেই আগামী দিনে চলব। রেস্তোরাঁর তরফ থেকে ইনস্টাগ্রামে পোস্ট করে সকলের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।- বিবিসি

×