ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

রাশিয়ার গ্র্যান্ড মুফতির সাথে সাক্ষাত, মুসলিমদের ভূয়সী প্রশংসা পুতিনের

প্রকাশিত: ২২:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

রাশিয়ার গ্র্যান্ড মুফতির সাথে সাক্ষাত, মুসলিমদের ভূয়সী প্রশংসা পুতিনের

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং তাদের সমর্থন ধরে রাখতে বুধবার দেশটির গ্রান্ড মুফতি তালগাত তাজউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রুশ মুসলিমদের ভূমিকার প্রশংসা করেন এবং রাশিয়ার জাতীয় ঐক্য রক্ষায় তাদের অবদানের কথা তুলে ধরেন।

পুতিন বলেন, রাশিয়ার বৈচিত্র্যময় সমাজে মুসলিম জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতী ও আন্তধর্মীয় ঐক্যের শক্তিতেই দেশটি কার্যকরভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হুমকি মোকাবিলা করতে পারছে। তিনি আরও বলেন, মুসলিমরা রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং দেশের শান্তি ও সংহতি রক্ষায় তাদের ভূমিকা অনস্বীকার্য।

সাক্ষাতের সময় গ্রান্ড মুফতি তালগাত তাজউদ্দিন পুতিনের প্রতি সমর্থন জানিয়ে তাকে সাহস ও শক্তির প্রতীক হিসেবে একটি মহামূল্যবান ঢাল ও তলোয়ার উপহার দেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার প্রশ্নে ধর্মীয় নেতারা পুতিনের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

গ্রান্ড মুফতি তাজউদ্দিন রাশিয়ার সেন্ট্রাল স্পিরিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অফ মুসলিমসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কেবল নিজ দেশের মুসলিম সম্প্রদায় নয়, বিশ্বব্যাপী মুসলিমদের অধিকারের পক্ষে সরব থাকার জন্যও পুতিন পরিচিত। পশ্চিমা দেশগুলোতে ইসলাম বিদ্বেষ বৃদ্ধির বিরুদ্ধে তিনি বরাবরই কঠোর অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন সময়ে কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার দৃঢ় সমর্থন রয়েছে।

এদিকে, ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তির প্রেক্ষাপটে যখন পুতিন গ্রান্ড মুফতির সঙ্গে বৈঠক করছিলেন, তখন পশ্চিমা নেতারা কিয়েভ সফর করেন। তারা ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নতুন সহায়তার ঘোষণা দেন। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়ার বিরোধিতা করছে।

ভিডিও দেখুন: https://youtu.be/W1R9eHFyNDc?si=ZG8FtXwUt4CseJ_K

এম.কে.

×