ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

মোদিকে ক্ষমতায় আনতে আমেরিকার ২১ মিলিয়ন ডলার!

প্রকাশিত: ১৮:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

মোদিকে ক্ষমতায় আনতে আমেরিকার ২১ মিলিয়ন ডলার!

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই বিশ্বব্যাপী ইউএসএইডের ফান্ড বন্ধ করে দিয়েছে। এটা পুরনো খবর। কিন্তু সে খবর নিয়ে কেঁচো খুড়তে একের পর এক সব বেরিয়ে আসছে। 

জানা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার পেছনেও রয়েছে ডিপ স্টেটের কারসাজি। আর আমেরিকান ডলারের খেলা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পরপরই বিশ্বজুড়ে মার্কিন ফান্ডিং বন্ধ করার ঘোষণা দেয়। 

উন্নয়নশীল দেশগুলোতে চলমান অনেক প্রকল্পের কাজ স্থগিত হয়ে যায়। তবে আসল বোমাটা ফাটে ইলন মাস্কের এক্সপোস্টের মাধ্যমে। ডিপার্টমেন্ট অব গভর্মেন্ট এফিসিয়েন্সি বা ডগের প্রধান ইলন মাস্ক। মোদির আমেরিকা সফরের পরদিন তার অফিস থেকে জানানো হয় ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন ডলার এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেয় আমেরিকা। 

এর পরপরই ভারতীয় মিডিয়া বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পেছনে ডিপ সে্টটের কারসাজি আছে বলে প্রচারের প্রচারণা চালায়। গদি মিডিয়া নামে সমধিক পরিচিত ভারতীয় সরকার অনুগত গণমাধ্যমগুলো খুঁজে বের করে ভারতকে যে ২১ মিলিয়ন দেয়ার কথা আমেরিকা বলছে তা আসলে বাংলাদেশকে দেয়া হয়েছে।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন বক্তব্যে বারবার বলেন ২১ মিলিয়ন ডলার ভারতকেই দেয়া হয়েছে।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=Th3BrxqvNO8

শিহাব

×