ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

ভোটারকে ঘুষি মারার দায়ে যুক্তরাজ্যে এমপির কারাদণ্ড

প্রকাশিত: ১৭:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ভোটারকে ঘুষি মারার দায়ে যুক্তরাজ্যে এমপির কারাদণ্ড

ভোটারকে ঘুষি মারার অভিযোগে যুক্তরাজ্যের এক সংসদ সদস্যকে (এমপি) কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই স্বতন্ত্র এমপি মাইক অ্যামসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতের জেলা বিচারক ট্যান ইকরাম এ রায় ঘোষণা করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চেশায়ার নির্বাচনী এলাকায় এক ভোটারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মাইক অ্যামসবারি। পরে উত্তেজিত হয়ে তিনি ওই ভোটারকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পটভূমি

গত বছরের ২৬ অক্টোবর চেশায়ারের ফ্রডশামে এই ঘটনা ঘটে। এমপি মাইক অ্যামসবারি এবং ভোটার পল ফেলোসের মধ্যে রাজনৈতিক মতবিরোধের জেরে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে, অ্যামসবারি ক্ষিপ্ত হয়ে ফেলোসকে ঘুষি মারেন।

ভুক্তভোগী পল ফেলোস অভিযোগ দায়ের করলে আদালত বিষয়টি আমলে নেয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে অ্যামসবারি তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

আদালতের রায়

শুনানির সময় বিচারক ট্যান ইকরাম বলেন, “ক্রোধের বসে মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যামসবারি এই কাজ করেছেন। মাথায় ঘুষির আঘাতে ভুক্তভোগী আহত হন। ভিডিও ফুটেজে দেখা গেছে, অ্যামসবারি মাটিতে পড়ে থাকা ফেলোসকে আরও ঘুষি মারেন, যা অপরাধকে গুরুতর করেছে।”

এমপি অ্যামসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তার জামিন আবেদনও নাকচ করা হয়েছে। রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই ঘটনার পরপরই ক্ষমতাসীন লেবার পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি বর্তমানে রানকর্ন ও হেলসবির স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটি নিন্দা জানালেও কিছু সমর্থক অ্যামসবারির শাস্তিকে কঠোর বলে মন্তব্য করেছেন।

রাজু

×