ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

মোদির ভারতে দেউলিয়া হওয়ার মুখে অর্ধেক মানুষ!

প্রকাশিত: ১৫:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

মোদির ভারতে দেউলিয়া হওয়ার মুখে অর্ধেক মানুষ!

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা জোড় গলায় প্রচার করে মোদি সরকার। বিশেষ নিজের শাসনামলে ভারত অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়ার যে গল্প করেন মোদি তার অধিকাংশই যে বানানো গল্প তা উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। এই সমীক্ষা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। বিশ্বে জনসংখ্যার বিচারে এক নম্বরে থাকা ভারতীয়দের মধ্যে অর্ধেকই দেউলিয়া হওয়ার পথে। তারা এখনো ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে করে উঠতে পারেনি।

কোন রকম পরিকল্পনা ছাড়াই বিশৃঙ্খলভাবে আর্থিক যোগানের ব্যবস্থা করেদিন কাটাচ্ছেন সবাই। সাম্প্রতিক সমীক্ষাটি চালানো হয়েছে ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের উপর। এটি চালিয়েছে ইউগফ নামের একটি সংস্থা। ভারতের ১২ টি শহরে মোট ৪ হাজার মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে।

তাদের প্রতিবেদন বলছে তারা সবাই তাদের বাবা-মায়ের দায়িত্ব নিয়েছেন। সেই সাথে সন্তানদের দায়িত্ব পড়েছে তাদের কাঁধে। এই বয়সের ৬০ শতাংশ মানুষের বিশ্বাস প্রতি প্রতি মাসে তারা যা সঞ্চয় করছেন বা করেন সেটি ভবিষ্যতের জন্যে যথেষ্ট নয়। এমনকি ভবিষ্যৎ সুরক্ষিত রাখার ব্যাপারেও অপর‌্যাপ্ত। আর এই সমীক্ষায় জানা গিয়েছে ৯৪ শতাংশ ব্যক্তির কোন সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা রয়েছে অথবা কোন পরিকল্পনার ওপরে জীবনযাপন করেন। এমনকি জানা গেছে, ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের ৫০ শতাংশই দাব করেছেন বৃদ্ধ বাবা-মা এবং স্ত্রী সন্তানের দায়িত্ব থাকায় অর্ধেক সময় তাদের হাতে সঞ্চয়ের অর্থটুকু পর‌্যন্ত থাকেনা।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=XdTFZ4osHso

শিহাব

×