ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

শ্রীলঙ্কার নৌবাহিনীর অভিযানে আটক ৩২ ভারতীয় মৎস্যজীবী

প্রকাশিত: ০৬:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীলঙ্কার নৌবাহিনীর অভিযানে আটক ৩২ ভারতীয় মৎস্যজীবী

মান্নারের উত্তরে সমুদ্র এলাকায় রবিবার ভোররাতে একটি বিশেষ অভিযানে শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জন ভারতীয় মৎসজীবীকে আটক করেছে এবং তাদের ৫টি মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করেছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মৎসজীবীরা শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরছিলেন।

শ্রীলঙ্কার নৌবাহিনী নিয়মিতভাবে বিদেশি নৌকাগুলির অনুপ্রবেশ রোধে টহল চালায়, যা স্থানীয় মৎসজীবীদের জীবিকা নির্বাহে নেতিবাচক প্রভাব ফেলে। আটক হওয়া মৎসজীবীদের তালাইমান্নার পিয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের মান্নারের মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হবে আইনি পদক্ষেপের জন্য।

সম্প্রতি, জানুয়ারিতে ডেলফট দ্বীপের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিবর্ষণে পাঁচ ভারতীয় মৎসজীবী আহত হন। ভারতের তরফে এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়ে বলা হয়েছিল, "যে কোনো পরিস্থিতিতেই বল প্রয়োগ গ্রহণযোগ্য নয়।"

 

রাজু

×