ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ভয়ংকর বিপদে মোদি: ট্রাম্পের হুংকারে ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা

প্রকাশিত: ১৬:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ভয়ংকর বিপদে মোদি: ট্রাম্পের হুংকারে ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা

ছবি: সংগৃহীত

একটা সময় ছিল যখন ভারতের শেয়ার বাজার ছিল বিদেশী বিনিয়োগকারীদের জন্য স্বপ্নের জায়গা। কিন্তু এখন, বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে ভারত একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বাণিজ্য যুদ্ধের উত্তেজনা ভূরাজনৈতিক বিভাজন এবং বৈদেশিক বিনিয়োগকারীদের সতর্কতা সব মিলিয়ে ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। শেয়ারবাজার থেকে পুঁজি প্রত্যাহারের ঢেউ বইছে। আর নেপথ্যে রয়েছে একাধিক আন্তর্জাতিক ও অর্থনৈতিক কারণ।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২১ থেকে ২২ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাড়িয়েছে ১ হাজার ৪ শত ১৮ কোটি ডলারে যা পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্য বেশি।

এছাড়া ভূরাজনৈতিক বিভাজন দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ কমিয়ে দিচ্ছে যা উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য ঝুঁকি সৃষ্টি করছে। চলতি বছরের প্রথম দুই মাসেই ভারত থেকে বিদেশী বিনিয়োগকারীরা তুলে নিয়েছেন এক লাখ রুপিরও বেশি মূলধন। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই ২৩ হাজার ৭ শত ১০ কোটি রুপির শেয়ার বিক্রি হয়েছে। কিন্তু কেন?

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বি বাণিজ্যে উত্তেজনার কারণেই বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে স্টীল ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন যা একধরণের বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দেয়। 

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=TwVHZpEogB8

শিহাব

×