ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

আমি পদত্যাগ করতে রাজি

প্রকাশিত: ১৩:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আমি পদত্যাগ করতে রাজি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের শান্তি কিংবা সামরিক জোট ন্যাটোতে দেশটির যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদও ছেড়ে দেবেন।

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় জেলেনস্কিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কী নিশ্চয়তা চান তিনি? আর শান্তির জন্য যদি প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে সরে যেতে বলা হয়, তাহলে তিনি কি তা করবেন?

এ প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘হ্যা, আমি এতে খুশিই থাকব। যদি এটা ইউক্রেনের শান্তি বয়ে আনে, তাহলে আমি খুশি মনেই মেনে নেব।’ 
 

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আপনি যদি চান আমি চেয়ার ছেড়ে দিই, তবে আমি এটি করতে প্রস্তুত। এটি আমি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিনিময়েও করতে রাজি।’

এই মুহূর্তে ইউক্রেনের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছেন বলে জানান জেলেনস্কি।

 

ফুয়াদ

×