ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প!

প্রকাশিত: ২৩:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করেছেন, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে দেয়া ২৯ মিলিয়ন ডলারের সহায়তা উগ্র বামপন্থীদের ভোট দিতেই ব্যয় হয়েছে।

শনিবার দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, "বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু সেই অর্থ কোথায় গেছে, কাকে সমর্থন দিয়েছে তা দেখতে হবে। উগ্র বাম কমিউনিস্টদের ভোট দেওয়ার জন্যই এই অর্থ ব্যয় হয়েছে।"

এছাড়া, তিনি ভারতকেও ১৮ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, "কেন তাদের কম অর্থ দেওয়া হলো, সেটাও ভাবতে হবে। বরং আমরাই ব্যালট পেপার পদ্ধতিতে ফিরে যাই, আর তারাই আমাদের সহায়তা করুক!"

ট্রাম্পের এই মন্তব্যের পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র প্রশাসন বা বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তার এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ভিডিও দেখুন: https://youtu.be/KEP6Ed0gm2g?si=pfmCq7N6QA1RwQmF

এম.কে.

×