ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বৈশ্বিক রাজনীতি এবং কূটনীতিতে কোনঠাসা হয়ে পড়ছে ভারত

প্রকাশিত: ২১:৪৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বৈশ্বিক রাজনীতি এবং কূটনীতিতে কোনঠাসা হয়ে পড়ছে ভারত

ছবি:সংগৃহীত

যুক্তারাষ্ট্রে ক্ষমাতার পালাবদলে পরিবর্তন এসেছে বিশ্ব রাজনৈতিক পেক্ষাপটে। পরিবর্তিত হচ্ছে কূটনৈতিক সম্পর্কও। এসব বেড়াজালে পড়ে অনেকটাই কোনঠাসা দক্ষিন এশিয়ার দেশ ভারত। এর বেশকিছু কারনও রয়েছে। প্রতিবেশী প্রথম নীতি অবলম্বন করলেও ভারতের সাথে পাকিস্তানের রয়েছে চিরশত্রুতা। সক্ষতা বজায় রাখতে পারছে না মালদ্বীপ বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর সাথেও। সীমান্ত নিয়ে চীনের সাথেও রয়েছে ভারতের দীর্ঘদিনের বিরোধ।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না ভারত। ট্রাম্পের কঠোর অভিভাষণ নীতি ভারতে ভোটের হার কমাতে মার্কিন অনুদান বন্ধে বেশ চাপে রয়েছে মোদি সরকার। এছাড়াও কানাডার সাথে চলছে ভারতের দ্বন্দ। গেলো বছর নির্জর হত্যকান্ড নিয়ে কানাডার সাথে সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারতের।

এখানেও শেষ নয়, দ্বৈতকর পরিহার চুক্তির আয়তায় ভারতের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে জোরালো সর্ম্পক অব্যহত রাখতে পারছে না দিল্লি। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে অনেকটাই এক ঘরে হয়ে হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদির ভারত।

এই পরিস্থিতিতে ভারতের স্বার্ধ রক্ষা করাই এখন বিরাট চ্যালেজ্ঞ মনে করছেন বিশেষজ্ঞরা। যা সামনের বছরগুলোতে আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

সোর্স ভিডিও: youtu.be/EyyRauSRgcY 

শরিফুল

×