ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

জার্মানিতে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

প্রকাশিত: ২০:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

জার্মানিতে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

জার্মানিতে ২১তম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ভোটের প্রাথমিক ফলাফল টেলিভিশন বা অন্যান্য সংবাদমাধ্যমে দেখানোর কথা রয়েছে। জার্মান পার্লামেন্টের ৬৩০ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯টি দলের মোট ৪ হাজার ৫০৬ জন প্রার্থী। ভোট দিচ্ছেন প্রায় ৫ কোটি ৯২ লাখ ভোটার। গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলো। জনমত জরিপে জার্মানির মধ্যডানপন্থি দল সিডিইউ এগিয়ে রয়েছে। খবর বিবিসির।
নির্বাচনী জরিপে দেখা গেছে, মধ্যডানপন্থি দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দল (সিডিইউ) ও তাদের বাভারিয়ান সহযোগী দল ক্রিশ্চিয়ান সামাজিক দল (সিএসইউ) এগিয়ে রয়েছে। তারা কট্টর ডানপন্থি জার্মানির জন্য বিকল্প (এএফডি) দলটির তুলনায় প্রায় ১০ শতাংশ এগিয়ে। ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এএফডি ভালো ফলাফল করলেও সিডিইউ-সিএসইউ এখনো সবচেয়ে শক্তিশালী দল হিসেবে গণ্য হচ্ছে। জার্মানিতে প্রতিটি বড় রাজনৈতিক দল সাধারণত জাতীয় নির্বাচনের আগে তাদের শীর্ষ প্রার্থী ঘোষণা করে, যিনি দলটির চ্যান্সেলর পদের জন্য সম্ভাব্য মুখ হতে পারেন। নির্বাচনের পর দলগুলো পার্লামেন্টে আসন ভাগাভাগির ভিত্তিতে জোট গঠনের চেষ্টা করে।

×