ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বৈরুতে হিজবুল্লাহর সাবেক প্রধানের দাফন

লেবাননে নাসরাল্লাহর জানাজার আগে ইসরাইলের হামলা

প্রকাশিত: ২০:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

লেবাননে নাসরাল্লাহর জানাজার আগে ইসরাইলের হামলা

লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর দাফন রবিবার সম্পন্ন হয়েছে। এদিকে নাসরাল্লাহর জানাজার আগে লেবাননের আনসার শহরের উপকণ্ঠে অবস্থিত মারাইস এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ হামলা চালানো হয়। গত বছরের সেপ্টেম্বরে ইসরাইলি বিমান হামলায় শহীদ হওয়ার পর রবিবার তার জানাজা শেষে দাফন হয় বৈরুতে। হামাস নেতার দাফন শুধু একটি শোকসভা নয় বরং এটি হিজবুল্লাহর রাজনৈতিক শক্তির প্রদর্শনী হিসেবেও দেখা হচ্ছে, যা সংগঠনটির দুর্বল অবস্থার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর আলজাজিরার।
এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা দখল ও এর ২০ লক্ষাধিক বাসিন্দাকে আশপাশের দেশে পুনর্বাসনের পরিকল্পনায় নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটি একটি পরামর্শ মাত্র। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প গাজা দখলের পরিকল্পনা তুলে ধরলে তা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের গ্রহণের জন্য মিসর ও জর্ডানের ওপর চাপ প্রয়োগের কথা বলেছিলেন তিনি। প্রসঙ্গত, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইসরাইলের বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর দীর্ঘকালীন নেতা হাসান নাসরাল্লাহ।  তার মৃত্যুর পর, নাসরাল্লাহ প্রথমে তার পুত্র হাদির পাশে সমাহিত হন। যাকে ১৯৯৭ সালে হিজবুল্লাহর হয়ে লড়াই করার সময় হত্যা করা হয়েছিল। তার আনুষ্ঠানিক দাফন স্থগিত রাখা হয়েছিল যতক্ষণ না ইসরাইল দক্ষিণ লেবানন থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার শুরু করে।

×