ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের জন্য সুখবর দিচ্ছেন ট্রাম্প!

প্রকাশিত: ২০:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের জন্য সুখবর দিচ্ছেন ট্রাম্প!

ছবি: সংগৃহীত

বিশ্ব রাজনীতির আকাশে বইছে তীব্র ঝড়। দেশ-বিদেশের রাজনৈতিক পট পরিবর্তনে দমকা হাওয়ার মতো প্রবাহিত হচ্ছে নানা ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড সেই ঝড়কে আরও তীব্র করে তুলছে। বিশ্ব কূটনীতির দাবার চাল পাল্টে দিচ্ছেন ট্রাম্প, আর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশ্লেষকরা ব্যস্ত সময় পার করছেন।

ক্ষমতায় বসার আগেই মধ্যপ্রাচ্যে হামাস-ইসরাইল যুদ্ধবিরতির ব্যবস্থা করে অনেকের চোখে ‘শান্তির দূত’ হয়ে উঠেছিলেন ট্রাম্প। এবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের মিশনে নেমেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে। ট্রাম্পের সঙ্গে পুতিনের টেলিফোন আলাপের পর থেকেই বদলে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতি। ইউরোপের মিত্রদের দিক থেকে মুখ ফিরিয়ে রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে নিরাপত্তাহীনতায় পড়তে যাচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও বেলজিয়ামের মতো ইউরোপীয় দেশগুলো।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বড় সুখবর বয়ে আনতে পারে। রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা মুসলিম দেশগুলোর জন্য ইতিবাচক হতে পারে, কারণ পুতিন বরাবরই মুসলিমদের পক্ষে শক্ত অবস্থানে ছিলেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগের মতো সখ্যতা বজায় না থাকায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য নতুন মোড় নিতে পারে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিপুল অর্থ খরচ করেও লাভবান হতে পারেনি। অন্যদিকে, রাশিয়া সামরিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। ইউক্রেন ন্যাটোর সদস্যপদ নিশ্চিত করতে পারেনি, উল্টো বেশ কিছু অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের দ্বিতীয় দফার রাজনীতি বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে, যার ইতিবাচক প্রভাব দক্ষিণ এশিয়ার মুসলিম দেশগুলোর ওপর পড়তে পারে।

বিশ্ব রাজনীতির এই পালাবদলে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে, তা সময়ই বলে দেবে। তবে ট্রাম্পের নতুন কৌশল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।

ভিডিও দেখুন: https://youtu.be/D1RYhcGYxMU?si=XjB51-3sf55QamLY

এম.কে.

×