ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

প্রেমের টানে ধর্ম ত্যাগ করলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা!

প্রকাশিত: ১৯:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রেমের টানে ধর্ম ত্যাগ করলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা!

ছবি: সংগৃহীত

ইভাঙ্কা ট্রাম্পকে আমরা সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে হিসেবেই আমরা জানি। তবে তিনি একজন আবাসন ব্যবসায়ী এবং জনপ্রিয় মডেল। ট্রাম্প ও ইভানা দম্পতির দ্বিতীয় সন্তান ইভাঙ্কা নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বেড়ে উঠেছেন। তখন থেকেই মডেলিংয়ে যুক্ত হন তিনি। কলেজে পড়াকালীন গ্রেগ হারস নামে এক যুবকের সাথে প্রায় চার বছর প্রেমের সম্পর্ক ছিল ট্রাম্প কন্যার। 

ওই সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর পরিচয় ইহুদি আবাসন ব্যবসায়ী জারেড কুশনারের সাথে। পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক গড়ায় দুজনের মধ্যে। এক পর‌্যায়ে তারা একসাথে থাকতে শুরু করেন। কিন্তু ২০০৮ সালে সেই সম্পর্ক কুশনারের বাবা-মায়ের আপত্তির কারণে। তারা অন্য ধর্মের মেয়ের সাথে ছেলের সম্পর্ক মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর নিউইয়র্কের আপার ইস্ট সাইড এলাকায় অবস্থিত একটি আধুনিক অর্থোডক্স সিনাগগে ইহুদি ধর্ম গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় সন্তান।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=e0iYpCqphws

শিহাব

×