ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ট্রাম্পের নতুন বোমা, ২১ মিলিয়ন ডলার পেলেন মোদী

প্রকাশিত: ১৯:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের নতুন বোমা, ২১ মিলিয়ন ডলার পেলেন মোদী

ছবি: সংগৃহীত

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএসএইড থেকে ভোটদানের হার বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার পেয়েছেন। এই মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ে, এবং কংগ্রেস প্রশ্ন তোলে যে এই অর্থ কোথায় গেছে এবং বিজেপি কেন এ বিষয়ে নীরব। কংগ্রেস নেতা পবন খেরা ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন উদ্ধৃত করে জানান যে, এই অর্থ লেনদেনের কোনও সরকারি নথি পাওয়া যায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল যে অর্থটি বাংলাদেশে গিয়েছিল, তবে ট্রাম্প দাবি করেছেন যে ভারত আলাদাভাবে এই অনুদান পেয়েছে। পাশাপাশি, তিনি আরও বলেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার একটি অজানা সংস্থাকে দেওয়া হয়েছিল।

কংগ্রেস মোদী সরকারের কাছে ইউএসএইডের অর্থায়ন সম্পর্কিত একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে। খেরা উল্লেখ করেন যে ২০০১ থেকে ২০২৪ সালের মধ্যে ইউএসএইড প্রতি বছর গড়ে ১১৩ কোটি টাকা করে ভারতে পাঠিয়েছে, যার ৪৪% এসেছে মোদী সরকারের আমলে। তিনি আরও প্রশ্ন তোলেন, ইউএসএইডের এই অনুদান কি ভারতের গণতান্ত্রিক অংশগ্রহণকে প্রভাবিত করেছে, বিশেষ করে ২০১২ সালে আম আদমি পার্টির উত্থানের সময়? কংগ্রেসের মতে, যদি মোদী ট্রাম্পের দাবি খণ্ডন করতে না পারেন, তবে তা সত্য হতে পারে। তবে মোদী সরকার এখনো এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি, ফলে বিতর্কের জল আরও ঘোলা হচ্ছে।

তথ্যসূত্রঃ https://eisamay.com/amp/story/nation/usaid-row-congress-new-attack-against-bjp-after-trumps-modi-got-21-million-dollar-comment/200349370.cms

মারিয়া

×