ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

কেন ইহুদি ধর্ম বেছে নিলেন ট্রাম্পের মেয়ে?

প্রকাশিত: ১৩:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

কেন ইহুদি ধর্ম বেছে নিলেন ট্রাম্পের মেয়ে?

ছবি: সংগৃহীত।

ইভাঙ্কা ট্রাম্পকে সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে হিসেবেই আমরা জানি। তবে, তিনি একজন আবাসন ব্যবসায়ী এবং জনপ্রিয় মডেলও। ট্রাম্প ও ইভানা দম্পতির দ্বিতীয় সন্তান ইভাঙ্কা নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বেড়ে উঠেছেন এবং তখন থেকেই মডেলিংয়ে যুক্ত হন। তিনি কলেজে পড়াকালীন গ্রেগ হার্স নামের এক যুবকের সঙ্গে প্রায় চার বছর প্রেমের সম্পর্ক ছিল।

ট্রাম্প কন্যার ওই সম্পর্ক ভেঙে যাওয়ার পর, তিনি পরিচিত হন ইহুদি আবাসন ব্যবসায়ী জারেড কুশনারের সাথে। তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং এক সময় তারা একসাথে থাকতে শুরু করেন। তবে, ২০০৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায় কুশনারের বাবা-মায়ের আপত্তির কারণে, যারা বলেছিলেন যে তারা অন্য ধর্মের মেয়ের সঙ্গে তাদের ছেলের সম্পর্ক মেনে নেবেন না। এরপর, নিউইয়র্কের আপার ইস্ট সাইড এলাকায় অবস্থিত একটি আধুনিক অর্থোডক্স সিনাগগে ইহুদি ধর্ম গ্রহণ করেন ইভাঙ্কা ট্রাম্প। ধর্ম পরিবর্তনের পর, জারেডের বাবা-মা তাদের সম্পর্ক মেনে নেন এবং ২০০৯ সালের অক্টোবর মাসে ইহুদি রীতিতে বিয়ে করেন।

বর্তমানে, ইভাঙ্কা ট্রাম্পকে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ইহুদি নারী হিসেবে বিবেচনা করা হয়। তবে, ধর্মবিশ্বাস নিয়ে কথা বলতে তিনি বারবার অস্বীকৃতি জানিয়েছেন। ২০১৫ সালে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার এই প্রভাবশালী নারী বলেন, "ধর্মীয় বিশ্বাস আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে জনসমক্ষে আলোচনা করতে আমি আগ্রহী নই।"

তিনি জানান, তার বাবা ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই মেয়ের ধর্মান্তরের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তিন সন্তানের মা এভাঙ্কা ও তার স্বামী জারেড কুশনারও নিয়মিতভাবে ওয়াশিংটনের দাসুল নামে পরিচিত একটি সিনাগগে প্রার্থনা করতে যান।

নুসরাত

×