ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা সংকটজনক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা সংকটজনক

ছবি: সংগৃহীত

ভ্যাটিকান সিটি শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে গত ২৪ ঘণ্টায় পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তারা জানিয়েছে পোপ দীর্ঘস্থায়ী অ্যাজমাজনিত শ্বাসকষ্টে ভুগছেন এবং তাকে অক্সিজেন ও রক্ত দিতে হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, “পোপ সজ্ঞানে আছেন এবং দিনের অধিকাংশ সময় চেয়ারে বসে কাটিয়েছেন। তবে তিনি গতকালের তুলনায় আরও অসুস্থ হয়ে পড়েছেন।”

গত ১৪ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট অনুভব করায় ফ্রান্সিসকে রোমের গেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তার নিউমোনিয়া ধরা পড়ে।

পোপের চিকিৎসকরা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, তার মৃত্যুর ঝুঁকি না থাকলেও তিনি আশঙ্কামুক্ত নন। তবে শনিবার জানা যায় তার অবস্থার অবস্থা এখনও সংকটজনক এবং চিকিৎসকরা শ্বাসকষ্টের কারণে উচ্চ প্রবাহের অক্সিজেন প্রয়োগ করতে বাধ্য হয়েছেন। এছাড়া তার রক্ত পরীক্ষা থেকে জানা গিয়েছে রক্তে প্লাটিলেটের পরিমাণ কম। তাই রক্তস্বল্পতা কমাতে তাকে রক্তও দিতে হয়েছে।

হাসপাতালে থাকার পরও ফ্রান্সিস বিশপ নিয়োগের মত কাজগুলো চালিয়ে গেছেন। তবে শনিবার ভ্যাটিকান সিটি ঘোষণা করেছিলো পোপ দ্বিতীয়বারের মত আজ রবিবার তীর্থযাত্রীদের সঙ্গে প্রার্থনা করবেন না।

সূত্র: https://www.aljazeera.com/news/2025/2/22/pope-in-critical-condition-after-suffering-respiratory-crisis-vatican

এমটি

×