ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ইসরায়েল চুক্তি ভঙ্গের ‘নোংরা খেলা’ খেলছে: হামাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ইসরায়েল চুক্তি ভঙ্গের ‘নোংরা খেলা’ খেলছে: হামাস

ছবি: সংগৃহীত

হামাস ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের 'নোংরা খেলা' খেলার অভিযোগ তুলেছে। তাদের দাবি দ্বিতীয় পর্যায়ের চুক্তি বাস্তবায়নের জন্য ইসরায়েলি সরকার আলোচনা শুরু করেনি। ১ মার্চ যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।
প্রথম পর্যায়ে চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনার আংশিক প্রত্যাহার এবং ১৫ মাসের টানা বোমাবর্ষণের পর গাজায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা করার কথা ছিলো। এই চুক্তির দ্বিতীয় পর্যায়ে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি চালুর কথা ছিলো।
হামাসের রাজনৈতিক শাখার সিনিয়র সদস্য বাসেম নাইম আল জাজিরাকে বলেন, “আমরা বিশ্বাস করি এটি তাদের নোংরা খেলা। তারা যা চুক্তি ভঙ্গ করে যুদ্ধের প্রস্তুতি নিতে চায়।“
তিনি আরও বলেন, “হামাস চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির শর্ত মেনে চলছে।” তবে তিনি অভিযোগ করেন যে ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করেছে। নাইম বলেন, “প্রথম পর্যায়ে ১০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, বেশিরভাগ মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার বিলম্বিত হয়েছে।”
এই মাসের শুরুতে কিছু ইসরায়েলি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন যে হামাসের অভিযোগ সঠিক। তবে ইসরায়েল সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ৬০ হাজার মোবাইল হোম এবং ২ লক্ষ তাঁবু গাজায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তা এখনও বাস্তবায়িত হয়নি। গাজার ২.৪ মিলিয়ন বাসিন্দার ৯০ শতাংশেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানকার বিশাল এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
সূত্র: https://www.aljazeera.com/news/2025/2/22/netanyahu-playing-dirty-games-to-sabotage-gaza-truce-deal-hamas

এমটি

×