ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

৬০২ বন্দির বদলে ৬ জিম্মিকে মুক্ত করবে হামাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

৬০২ বন্দির বদলে ৬ জিম্মিকে মুক্ত করবে হামাস

ছবি: সংগৃহীত

হামাস আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ইসরায়েলের আরও দুই জিম্মিকে মুক্ত করেছে। আজ ছয় জিম্মির মুক্তির বিপরীতে ইসরায়েল ৬০২ ফিলিস্তিনি বন্দি মুক্ত হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছে।

মুক্ত হওয়া দুই বন্দিকে তাল শোহাম (৪০) এবং আভেরা মেঙ্গিসতু (৩৯) হামাস রেড ক্রিসেন্টের হাতে হস্তান্তর করে। এদিকে শিরি বিবাসের মরদেহ হস্তান্তরের বিষয়ে ভিন্ন নারীর মরদেহ হস্তান্তরের অভিযোগ করেছিলো। ভুল সংশোধনে হামাস শিরি বিবাসের দেহাবশেষ ইসরায়েলের কাছে হস্তান্তর করার পর আজ ছয় জিম্মি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

মুক্তির জন্য নির্ধারিত ছয় জিম্মি যুদ্ধবিরতি চুক্তিতে মুক্তির জন্য নির্ধারিত ৩৩ সদস্যের গ্রুপের সর্বশেষ সদস্য। শোহেম, এলিয়া কোহেন (২৭), ওমের শেম তোভ (২২), ওমের ওয়েনকার্ট (২৩) এই চারজন জিম্মিকে ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামালার সময় আটক করা হয়েছিলো।

বাকি চার জিম্মিকে পর্যায়ক্রমে হস্তান্তর করবে হামাস। তারা হলেন- এলিয়া কোহেন, ওমের শেম তোভ, ওমের ওয়েনকার্ট এবং হিশাম আল সায়েদ (৩৬)।

সূত্র: https://www.reuters.com/world/middle-east/israel-prepares-receive-six-more-gaza-hostages-2025-02-22/

এমটি

×