ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

প্রেমের ফাঁদে ফেলে ভারতীয় নৌঘাঁটির তথ্য হাতিয়ে নিলো পাকিস্তান

প্রকাশিত: ১০:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

প্রেমের ফাঁদে ফেলে ভারতীয় নৌঘাঁটির তথ্য হাতিয়ে নিলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

প্রেমের ফাঁদে ফেলে ভারতের সর্বোচ্চ নৌঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। পাচার হয়েছে ঘাঁটির সংবেদনশীল এলাকার ছবি, ভিডিও ও নথিসহ বিভিন্ন ভবনের নকশা। 

এমন অভিযোগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, নারী গোয়েন্দাকে ব্যবহার করে কৌশলে হাতিয়ে নেয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য। 

এ ঘটনায় এ পর্যন্ত দুজনকে আটক করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। ১৩ হাজারেরও বেশি একর জায়গা নিয়ে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাঁটি আইএনএস কদম দেশটির তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটি। 

ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় 
আইএনএস কদম।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ওই নৌঘাঁটিতে কর্মরত দুই সিভিলিয়ান কন্ট্রাক্টরকে হানি ট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নেন নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা। ২০২৩ সাল থেকে ওই দুই কন্ট্রাক্টরের সঙ্গে তার পরিচয় ছিল। মেরিন ইঞ্জিনিয়ার পরিচয়ে ভিন্ন নামে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি। 

ওই দুই কন্ট্রাক্টরের মাধ্যমে আইএনএস কদম এর খুবই সংরক্ষিত স্থানের ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি, নির্মাণাধীন স্থাপনার নকশা, সিমুলেটর বিল্ডিং-এরিয়ার ছবি কৌশলে হাতিয়ে নেন ওই পাকিস্তানি গোয়েন্দা। 

আটক দুই ব্যক্তির ভাষ্যমতে, প্রতি মাসে তাদের ৫,০০০ রুপি করে দেয়া হতো। টানা আট মাস টাকা দিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=Bh0cVsQOISo

শিলা ইসলাম

×