ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বৌভাতের দিন নববধূকে ফিল্মি কায়দায় ‘অপহরণ’, অতঃপর...

প্রকাশিত: ১২:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বৌভাতের দিন নববধূকে ফিল্মি কায়দায় ‘অপহরণ’, অতঃপর...

ছবি: সংগৃহীত।

ভোপালে বউভাতের দিন ফিল্মি কায়দায় নববধূকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এক যুবক, ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে।

এটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার রোশনি সোলাঙ্কির বিয়ের দিন। বৌভাতের দিন রোশনি স্বামী আশিস রজক এবং তার বোনের সাথে বিউটি পার্লারে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় গাড়ি থেমে যায় এবং হঠাৎ একটি গাড়ি এসে জোরে ব্রেক করে দাঁড়ায়। যুবকটি রোশনির বোনকে ধাক্কা দিয়ে ফেলে, রোশনিকে টেনে নিয়ে যায়। সবাই ভেবেছিল অপহরণ, তবে পরে জানা যায় এটি ছিল সাজানো ঘটনা।

তদন্তে উঠে আসে, রোশনি এক যুবক অঙ্কিতের সাথে প্রেম করছিলেন। পাঁচ বছর ধরে চলছিল তাদের সম্পর্ক, যা রোশনি তার পরিবারকে গোপন রেখেছিলেন। বর্তমানে পুলিশ রোশনি এবং অঙ্কিতকে খুঁজছে।

নুসরাত

×