ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে সমর্থন জানিয়েছে চীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে সমর্থন জানিয়েছে চীন

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য রাশিয়ার সঙ্গে চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে চীন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে চীন এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, “চীন ইউক্রেনে শান্তির জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হওয়া ঐক্যমত্যসহ সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে। তিনি আরও বলেন, “বিদ্যমান সংকটের রাজনৈতিক সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করতে আগ্রহী চীন।

এর আগে গত শুক্রবার মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে ওয়াং ই তার বক্তব্যে জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন সংকটে সব পক্ষকে শান্তিপূর্ণ আলোচনা করতে হবে।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে মস্কোর সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছিলেন। এর ফলে ইউক্রেনকে অগ্রাহ্য করে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হয়।

ট্রাম্প প্রশাসন গেলো মঙ্গলবার জানিয়েছিলো তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য আরও আলোচনা চালিয়ে যাবে। সম্প্রতি সৌদি আরবে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পাঁচ ঘণ্টার বৈঠকে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়া নিয়ে রাশিয়া কঠোর দাবি জানায়। এদিকে বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ‘স্বৈরশাসক হিসেবেও উল্লেখ করেছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, চীন বর্তমানে কোনও সক্রিয় ভূমিকায় না থেকেও শান্তির আলোচনায় থাকতে চাইছে কারণ তারা যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের অগ্রগতির দিকে লক্ষ্য রাখতে চায়। বিশেষ করে তা যদি চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করে।

কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গাবুয়েভ বলেন, “এই বিষয়ে চীন কোনও চাপের মুখে পড়তে চায় না। কারণ তারা জানে না ট্রাম্পের চাহিদাগুলো কী।

এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাপকালে চীন-রাশিয়া সম্পর্কের বিষয়ে ওয়াং ই জানান, দুই দেশের সম্পর্ক উচ্চতর স্তর এবং বিস্তৃত মাত্রায় অগ্রসর হচ্ছে।

সূত্র: https://www.reuters.com/world/us/trump-pulls-us-out-key-global-climate-assessment-sources-say-2025-02-20/

এমটি

×