ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

প্রকাশিত: ১১:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

ছবি: সংগৃহীত।

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে এ মনোনয়ন চূড়ান্ত হয়, যা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

এফবিআই প্রধান হিসেবে প্যাটেলের মনোনয়ন পেতে ৫১টি ভোটের মধ্যে ৪৯টি ভোট গেছে তাঁর পক্ষে, এবং দুই রিপাবলিকান সদস্য সুসান কলিনস ও লিসা মুরকোস্কি তাঁকে বিপক্ষে ভোট দেন। এফবিআইয়ের পরিচালক পদে নিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১০ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করতে হবে।

এফবিআই প্রধান হিসেবে মনোনয়ন পাওয়া নিশ্চিত হওয়ার পর, ক্যাশ প্যাটেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্যাটেল বলেন, "আমাদের বিচার ব্যবস্থার রাজনৈতিকীকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে, কিন্তু আজ থেকেই তা শেষ হতে চলেছে।"

নুসরাত

×