ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ইমামতি পেশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল ফ্রান্স

প্রকাশিত: ১০:০০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ইমামতি পেশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল ফ্রান্স

ছবি: সংগৃহিত।

ইমামতিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রিয় পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সরকার। এই পেশাকে দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে বিবেচনা করা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এ ঘোষণা দেন। তিনি বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে।"

এই ঘোষণা ফরাসি ইসলাম ফোরামের (এফওআরআইএফ) দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে দেওয়া হয়। এফওআরআইএফ হলো ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের একটি সরকারি উদ্যোগ।

স্বরাষ্ট্রমন্ত্রী রেতাইয়ো জানান, ইমামদের জন্য আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি ফ্রান্সে ইসলামোফোবিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, গত বছর ১৭৩টি মুসলিম-বিরোধী আক্রমণ রেকর্ড করা হয়েছে। তবে ভুক্তভোগীরা অভিযোগ না করার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এই সমস্যা মোকাবেলায় ইসলামোফোবিয়া ঘটনার বিরুদ্ধে অভিযোগ করার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম চালু করবে সরকার।

এছাড়া হাসপাতাল ও সামরিক বাহিনীতে কর্মরত মুসলিম ধর্মযাজকদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে, যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে তাদের ভূমিকা কাঠামোগত এবং সুনির্দিষ্ট হয়।

ফ্রান্স সরকারের এ উদ্যোগ ইমামদের কাজকে একটি সম্মানজনক ও প্রতিষ্ঠিত পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=beAkP1LjDuQ

সায়মা ইসলাম

×