ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ইলন মাস্ককে ধুঁয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট!

প্রকাশিত: ০৯:১৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ইলন মাস্ককে ধুঁয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট!

ছবি: সংগৃহীত।

গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক বাণিজ্য চুক্তিতে সম্মত হন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির (DOJ) প্রধান ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন। এর ফলে এবার ভারতেতে আসছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কোম্পানি টেসলা, যেখানে কোম্পানির একটি কারখানা নির্মাণ হবে।

এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সম্প্রতি ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, "ভারতে টেসলার কারখানা নির্মাণ করলে ইলন মাস্ক আমেরিকানদের প্রতি অন্যায় করবেন।" এর প্রধান কারণ হিসেবে তিনি ভারতের অতিরিক্ত শুল্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে, তিনি দাবি করেছেন যে বিশ্বের অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ করছে।

ট্রাম্প আরও বলেছেন, "আমদানির শুল্ক ১০০ শতাংশ থাকলে এসব দেশে গাড়ি বিক্রি করা অসম্ভব।" ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে, এনডিটিভি জানিয়েছে যে মার্চ মাসে ভারতে বৈদ্যুতিক গাড়ির উপর নতুন আমদানি শুল্ক নীতি ঘোষণা করা হবে, যেখানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ এবং কারখানা স্থাপনের বিনিময়ে শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানো হবে।

এদিকে, টেসলা সোমবার লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে, যার মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহক সেবা পদ উল্লেখযোগ্য। একই সঙ্গে, কোম্পানি মুম্বাই ও দিল্লিতে দুটি শোরুম খোলার সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে, মোদি প্রশাসন আশা করছে, এপ্রিলের মধ্যেই ভারতের বাজারে টেসলা প্রবেশ করবে।

 

নুসরাত

×