ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি ভারতের!

প্রকাশিত: ০১:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি ভারতের!

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সীমান্ত জটিলতা নিরসনে যখন দিল্লিতে বৈঠক চলছে, তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। ঢাকা আগেই জানিয়েছিল, এবার ভিন্ন সুরে নিজেদের অবস্থান তুলে ধরবে তারা।

আসামের কাছার জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর জন্যই সীমান্তে কারফিউ জারি করা হয়েছে। জেলা শাসক মৃদুল যাদব মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশনা জারি করেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতায় এই কারফিউ কার্যকর হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না। পাশাপাশি, সীমান্ত লাগোয়া সুরমা নদীতে নৌযান চলাচল ও মাছ ধরার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়াও, বাংলাদেশ সীমান্তবর্তী পাঁচ কিলোমিটার এলাকায় রাতে চিনি, চাল, গম, ভোজ্যতেল ও লবণবাহী যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কাছার জেলার পুলিশ সুপার নোমাল মাহাট্টা জানিয়েছেন, সীমান্তে বিএসএফ জওয়ানদের সহযোগিতায় টহল জোরদার করা হয়েছে।

হঠাৎ করে এই কঠোর নিষেধাজ্ঞার কারণ স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে জানা গেছে, এসব নিয়ম আগে থেকেই কার্যকর ছিল, এখন আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিডিও দেখুন: https://youtu.be/pR8Z5xxVZ1M?si=fkSqoDTWM3pob7yi

এম.কে.

×