ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

সমগ্র জাতির হৃদয় ভেঙে গেছে : আইজ্যাক হারজোগ

প্রকাশিত: ২১:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সমগ্র জাতির হৃদয় ভেঙে গেছে : আইজ্যাক হারজোগ

ছ‌বি: সংগৃহীত

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন সমগ্র জাতির হৃদয় ভেঙে গেছে। কারণ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় জীবিত অবস্থায় আটককৃত চারজনের মৃতদেহ তেল আবিবে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি

প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, "কোনও শব্দ নেই" "আপনাদের নিরাপদে বাড়িতে না আনার জন্য"।

ইসরায়েল বলেছে, গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই প্রথম হামাস মৃত অবস্থায় বন্দীদের ফিরিয়ে দিয়েছে। ফরেনসিক পরীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত করা হবে। 

৩৩ বছর বয়সী শিরি বিবাস এবং তার দুই ছেলে মারা গেছেন—এই খবরটি যদিও ইসরায়েলি সরকার করেনি কিন্তু সারা দেশে শোকের বন্যা বইয়ে দিয়েছে। 

মৃতদেহ হস্তান্তরের আগে একটি বিবৃতিতে ইসরায়েলের বিবাস পরিবার বলেছে যে, তারা অস্থিরতায় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত নিশ্চিতকরণ না পাচ্ছি আমাদের যাত্রা শেষ হয়নি।

সূত্র - বিবিসি

শরিফুল

×