ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

এবার ইসরায়েল-মিশর যুদ্ধ শুরু?

প্রকাশিত: ২১:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

এবার ইসরায়েল-মিশর যুদ্ধ শুরু?

ছবি:সংগৃহীত

সাম্প্রতিক সময়ে মিশর এবং ইসরাইলের মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছে। ইজরাইল বলছে মিশর তাদের সীমান্তের কাছে বিপুল সংখ্যক সেনা মোতায়ন করছে যা সরাসরি হুমকি হতে পারে। তবে মিশর দাবি করছে এই সেনা সমাবেশ শুধু সিনাই উপত্যকার সন্ত্রাসীদের দমন করার জন্য। তাহলে সত্যটা কি?

১৯৭৯ সালের শান্তি চুক্তি অনুযায়ী মিশর ও ইসরাইল সীমান্তে সেনা মোতায়নের বিষয়ে করা বিধি-নিষেধ রয়েছে। কোন নতুন সেনা মোতায়েন করতে হলে ইসরাইলের অনুমতি লাগে। তবে এবার ঘটেছে অন্য ঘটনা, ইজরাইলের সাথে কোন রকমের আলোচনা ছাড়াই সীমান্তে বিপুল সংখ্যক সেনা ও ট্যাঙ্ক মোতায়ন করেছে মিশর। কয়েকটি ভিডিও চিত্রে এমনই দেখা গেছে । 

ইসরাইল দাবি করছে যুক্তরাষ্ট্রের কিছু মহল গাঁজার ফিলিস্তিনের জর্ডানে পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে মিশর ও জর্ডান। মিশর মনে করছে, যদি গাজাবাসী তাদের সীমান্তে প্রবেশ করে ,তাহলে এটা তাদের নতুন করে নিরাপত্তাহীনতা বৃদ্ধি করবে। তবে ইসরাইল ভয় পাচ্ছে কারণ, যদি মিশর এখানে তাদের সেনা সমাবেশ স্থায়ী করে, তাহলে এটা তাদের নিরাপত্তার জন্য হুমকি হবে।

মুহাম্মদ ওমর ফারুক

×