ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য প্রায় ৭০% বৃদ্ধি

প্রকাশিত: ২০:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য প্রায় ৭০% বৃদ্ধি

ছবি: সংগৃহীত

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে ইসলামের প্রতি ঘৃণা বা ইসলামোফোবিয়া বৃদ্ধির ফলে ২০২৪ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে মুসলিম এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য এবং আক্রমণের হার প্রায় ৭০% বৃদ্ধি পেয়েছিল, এমনটাই দাবি কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) অ্যাডভোকেসি গ্রুপের।

মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, অক্টোবর মাসে গাজা যুদ্ধের শুরু থেকে বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া, এন্টিপ্যালেস্টাইনি পক্ষপাতিত্ব এবং অ্যান্টিসেমিটিজম (ইহুদিবিদ্বেষ) বৃদ্ধি পেয়েছিল, যা হাজার হাজার মানুষের প্রাণহানী এবং মানবিক সংকট সৃষ্টি করেছিল।
২০২৪ সালের প্রথম ছয় মাসে, CAIR ৪,৯৫১টি মুসলিম এবং প্যালেস্টাইনি বিরোধী ঘটনা রিপোর্ট করেছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় প্রায় ৭০% বৃদ্ধি পেয়েছিল।
CAIR জানিয়েছে, প্রধানত অভিযোগের ক্ষেত্রে অভিবাসন এবং আশ্রয়, কর্মসংস্থান বৈষম্য, শিক্ষা সম্পর্কিত বৈষম্য এবং ঘৃণামূলক অপরাধের ঘটনা ছিল।

২০২৩ সালে, CAIR সম্পূর্ণ বছরব্যাপী ৮,০৬১টি অভিযোগ নথিভুক্ত করেছিল, যার মধ্যে যুদ্ধের পরবর্তী তিন মাসে প্রায় ৩,৬০০টি অভিযোগ ছিল।

২০২৪ সালের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রে কয়েকটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। তার মধ্যে ইলিনয়েসে ৬ বছর বয়সী এক ফিলিস্তিনী-আমেরিকান শিশুর হত্যাকাণ্ড, টেক্সাসে এক ফিলিস্তিনী-আমেরিকান পুরুষকে ছুরিকাঘাত, ভারমন্টে তিনজন প্যালেস্টাইনি বংশোদ্ভূত ছাত্রকে গুলি করা এবং মে মাসে ৩ বছর বয়সী এক ফিলিস্তিনী-আমেরিকান শিশুকে ডুবিয়ে মারার চেষ্টা উল্লেখযোগ্য।

এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশ ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে গোটো বছর অক্টোবর থেকে অনেক প্রতিবাদ হয়েছে। CAIR রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, প্যালেস্টাইনি সমর্থনে বিক্ষোভ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশে পুলিশের দমনপীড়নের ঘটনা ঘটেছে।

আবীর

×