ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জিম্মিদের মুক্তি দেবে হামাস, তবে ইসরায়েলকে মানতে হবে যেসব শর্ত

প্রকাশিত: ২০:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জিম্মিদের মুক্তি দেবে হামাস, তবে ইসরায়েলকে মানতে হবে যেসব শর্ত

ছবি: প্রতীকী

গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত।  তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের শর্তে জিম্মিদের মুক্তি দিবেন বলে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

আজ বুধবার হাজেম কাসেম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত, যেখানে বন্দীদের একযোগে বিনিময় করা হবে।  স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার হয় এমন একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আমাদের এ পদক্ষেপ।

এছাড়া হামাসের দেয়া বিবৃতিতে হামাস ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, গাজা উপত্যকা থেকে হামাসকে অপসারণে ইসরায়েলের শর্ত একটি হাস্যকর মনস্তাত্ত্বিক যুদ্ধ।  গাজা থেকে প্রতিরোধ-প্রত্যাহার বা নিরস্ত্রীকরণের দাবি অগ্রহণযোগ্য।

গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।  তিন ধাপের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দী বিনিময়, শান্তি স্থাপন, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের শর্ত রয়েছে।

 

রাকিব

×