ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মশা ধরার প্রতিযোগিতা! যত মশা তত টাকা

প্রকাশিত: ২০:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মশা ধরার প্রতিযোগিতা! যত মশা তত টাকা

ছবি: সংগৃহীত

ধরে আনা হয়েছে মশা। কেননা কে কত মশা ধরেছে, গুনে গুনে প্রতিযোগীদের দেয়া হবে টাকা। এমন চিত্রের দেখা মিলেছে ফিলিপিনসের একটি গ্রামে। 

মশা ধরে নিয়ে আসলে এলাকাবাসীকে টাকা দেয়ার মাধ্যমে মশা নিধনের এই পথ বের করেছে অঞ্চলটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। সম্প্রতি মশার উৎপাত বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  

এ বিশেষ কর্মসূচিতে এলাকাবাসীকে আকৃষ্ট করতে জীবিত কিংবা মৃত প্রতি পাঁচটি মশার বদলে দেয়া হচ্ছে এক পেসো করে। মশা নিধনের এ উদ্যোগের পাশাপাশি এলাকায় চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, খাল পরিষ্কার এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রচার-প্রচারণা।  

এদিকে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অর্থ পেতে অনেকে মশার বংশবৃদ্ধি বা প্রজনন করার চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় মশা কমে গেলে এই কর্মসূচি বন্ধ করে দেয়া হবে। 

শিলা ইসলাম

×