
ছবি: সংগৃহীত
গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বিতাড়িত করবে না এমন পরিকল্পনা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সিসি বলেন, “আমরা গুরুত্ব দিয়ে বলেছি গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এমন একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে, যা ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করবে না। আমি আবারও বলছি, ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা যাবে না।”
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পুনর্গঠনের পরিকল্পনা হিসেবে ফিলিস্তিনিদেরকে স্থানান্তরের মাধ্যমে গাজাকে একটি আন্তর্জাতিক সমুদ্র সৈকত রিসোর্টে পরিণত করার প্রস্তাব দেন। এই পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্প জর্ডান এবং মিসরকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে বলেছিলেন। তবে মিসর, জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে একটি বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করার অঙ্গীকার করেছে। তবে এখনও এ নিয়ে কোনও গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যায়নি।
এছাড়া সিসি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিওএ)-এর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন যা ফিলিস্তিনি অঞ্চল এবং পাশের আরব দেশগুলোতে লাখ লাখ মানুষের জন্য সহায়তা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রদান করে আসছে।
এমটি