ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

রাজধানী স্থানান্তর করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানী স্থানান্তর করবে ইরান

ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকা মাকরান

দম বন্ধকরা যানজট, ভূমি দেবে যাওয়াসহ অগণিত সমস্যায় জর্জরিত তেহরান থেকে রাজধানী অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করছে ইরান। আর এক্ষেত্রে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রথম পছন্দ দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলজুড়ে বিস্তৃত এলাকা মাকরান। খবর ইরনার।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের অন্তর্ভুক্ত এবং ওমান উপসাগরের তীরে অবস্থিত মাকরান অঞ্চলের আয়তন ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার অর্থাৎ ভৌগোলিক আয়তনের হিসেবে মাকরান গোটা বাংলাদেশের চেয়ে তিনগুণ বড়। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে মাকরানের ১ হাজার কিলোমিটার সীমান্ত রেখা রয়েছে।

সমুদ্র, পাহাড় ও ভৌগোলিক-প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মাকরান প্রথম রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যিশুখ্রিস্টের জন্মের ৩০০ বছর আগে। ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে ভারতের প্রাচীন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক রাজা সেলুসিডকে পরাজিত করে প্রথমবার মাকরান দখলে নিয়েছেন। তার ৫০০ বছর পর অর্থাৎ ২৩১ খ্রিস্টাব্দে ইরানের প্রাচীন সাসানিয়ান রাজবংশ মাকরান অধিকার করে।

তারও সাড়ে চার শ’ বছর পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের (র.) সময়ে এ অঞ্চলটি ইসলামী বিশ্বের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে অবশ্য মাকরানের অবস্থা অনুন্নত ও দারিদ্র্যপীড়িত সিস্তান- বেলুচিস্তান প্রদেশের অন্যান্য অঞ্চলের মতোই। ইরানের সর্বশেষ রাজা রেজা শাহ পালভীর সময় থেকেই তেহরান থেকে রাজধানী অন্য কোথাও স্থানান্তরের ব্যাপারটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এ সংক্রান্ত কিছু উদ্যোগও তিনি নিয়েছিলেন।

×