ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কলকাতায় বাংলাদেশিদের জন্য কাঁদছে ব্যবসায়ীরা

প্রকাশিত: ১২:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কলকাতায় বাংলাদেশিদের জন্য কাঁদছে ব্যবসায়ীরা

পবিত্র রমজান মাসে কলকাতার নিউ মার্কেটে কেনাকাটার সময়ে সাধারণত মানুষের ভিড় জমে থাকে। হাজার হাজার বাংলাদেশী প্রতিবছর ঈদের কেনাকাটার জন্য পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় বাজারে পা ফেলে। তবে এবারের চিত্র একেবারেই বিপরীত। শত শত দোকান খোলার পরেও ক্রেতার অভাবে ব্যবসায়ীরা চরম দুর্দশায় আছেন। সারাদিনে মাত্র দুই-তিনজন ক্রেতা পাচ্ছেন তারা, যা তাদের জন্য এক ধরনের সংকটের সংকেত।

কলকাতার হোটেল, রেস্তোরাঁসহ অন্যান্য ব্যবসায়ীও এই পরিস্থিতির জন্য ভয়াবহ দুর্দশার শিকার। ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এসব ব্যবসায়ীর হাহাকার। তারা দ্রুত পরিস্থিতির উন্নতি চাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশের ক্রেতাদের ফিরে আসার জন্য।

রমজানে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা ঈদুল ফিতরের জন্য সবসময়ই ভিড়ের মুখোমুখি হতেন। নতুন ডিজাইনের পোশাক কেনার জন্য বাংলাদেশী ক্রেতারা ভিড় জমাতেন, এবং তাদের কেনাকাটার চাপ সামলাতে ব্যবসায়ীরা অতিরিক্ত কর্মচারী রাখতেন। তবে এখন সেসব ব্যবসা অন্তত ৭৫ শতাংশ কমে গেছে। ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ জানাচ্ছে, নিউ মার্কেটের অনেক দোকানই এখন বন্ধ হয়ে গেছে এবং আরও শত শত ব্যবসায়ী জানেন না, তারা কি করবেন।

গেল জুলাইতে শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশীদের জন্য পর্যটন ভিসা বন্ধ রয়েছে। অল্প কিছু চিকিৎসা ভিসা দেওয়া হচ্ছে, তবে পশ্চিমবঙ্গের জন্য এই ভিসা বন্ধ থাকায় বিশেষভাবে দুর্দশার শিকার হয়েছে কলকাতার ব্যবসায়ীরা। ভারত এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত জড়িত ছিল। কলকাতার নিউ মার্কেট, মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সাদ্দার রোডের মতো এলাকাগুলোতে বাংলাদেশীদের জন্য কোনো জায়গা থাকতো না। তবে সাত মাস ধরে বাংলাদেশী পর্যটক না আসায় এই ব্যবসাগুলোর অবস্থা এখন করুণ।

ফ্রি স্কুল স্ট্রিটসহ কলকাতার অন্যান্য জনপ্রিয় ব্যবসায়িক এলাকাগুলোর ব্যবসায়ীরা গভীর হতাশায় ভুগছেন। হোটেলগুলোতে চার ভাগের এক ভাগ রুমও ভাড়া হচ্ছে না। যেসব হোটেল কক্ষ একদিনের জন্য খালি থাকতো না, এখন অর্ধেকের কম দামেও সেগুলো ভাড়া হচ্ছে না। এছাড়া শত শত ফেরিওয়ালা ও খুচরা ব্যবসায়ীও ছিলেন বাংলাদেশী ক্রেতাদের উপর নির্ভরশীল, এবং এখন তারা তাদের একমাত্র আয়ের উৎস হারিয়ে ফেলেছেন।

এভাবে, কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিটসহ আশেপাশের এলাকাগুলোতে ব্যবসা চলছে না, এবং এই সঙ্কট কাটানোর জন্য ব্যবসায়ীরা অচল অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন।

সূত্র: https://www.youtube.com/watch?v=vLWRDrjh8Iw&ab_channel=EkattorTV

নুসরাত

×