ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সব জায়গায় কেন সন্তানকে নিয়ে যান ইলন মাস্ক?

প্রকাশিত: ০৫:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সব জায়গায় কেন সন্তানকে নিয়ে যান ইলন মাস্ক?

গুরুত্বপূর্ণ কোন বাণিজ্যিক আসর বা কাটখোট্টা রাজনৈতিক বৈঠকে ইলন মাস্কের সাথে থাকেন তার ছোট পুত্র লিল্যাক্স। ওভাল অফিস থেকে শুরু করে স্পেস এক্স এর রকেট লঞ্চিং এ টুকু বয়সে সব ই দেখা শেষ মাস্ক পুত্রের।


মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের অফিসে এখন প্রত্যেকদিনের অতিথি লিল্যাক্স।গুটি গুটি পায়ে হাজির হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর  কার্যালয়ের গুরুত্বপূর্ণ মিটিং এ।অবশ্য সে কি আর বুঝে গুরুগম্ভীর পরিবেশ। গুরুত্বপূর্ণ সব আলাপ আলোচনা আর প্রেস ব্রিফিংয়ের মাঝে চলতে থাকে তার দুষ্টুমি।

গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সে সব গুরুত্বপূর্ণ মুহুর্ত। কাজের ফাঁকে কখনো বুকে কখনো কোলে নিয়ে আদর করছেন ইলন মাস্ক।পেশাদার কাজের পাশাপাশি  তাল মিলিয়ে পালন করছেন বাবার দায়িত্ব ও।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তায়েপ এরদোয়ান  মতো নেতাদের সাথে কোন রকম দ্বিধা  ছাড়াই মেতে ওঠেন শিশুসুলভ নানা খুনসুটিতে।

সন্তানের প্রতি ইলন মাস্কের দায়িত্বে মুগ্ধ অনেকেই,সোস্যাল মিডিয়ায় প্রসংশায় ভাসছেন, অনেকেরই আছে নানা সমালোচনা। কারণ ইলন মাস্ক সরকারি দায়িত্বে আছে, এ সময় তিনি তার শিশুদের গুরুত্বপূর্ণ মিটিংয়ে নিয়ে আসার রহস্য কি? তা কি শুধু বাবার দায়িত্ব নাকি মানুষের সমালোচনা আড়াল করা।
ইলন মাস্ক জানায় সে তার বাচ্ছাদের থেকে এক মুহূর্তের জন্য ও মিস করতে চান না,অনেক সময় তার ৫ ছেলে মেয়েকে এক্সাথেই দেখা যায়।

সাজিদ

×