
ছবি: সংগৃহীত
ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি চীন বিশ্বে আধিপত্যবাদী হয়ে উঠেছে। আঞ্চলিক দেশগুলোতেও চীনের রয়েছে একচেটিয়া প্রভাব। সামরিক শক্তিতেও শি জিন পিং দেশকে নিয়ে গিয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
আর এমন পরিস্থিতিতে কোনঠাসা ভারতকে সহায়তার আশ্বাস দিয়ে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনকে দমনে ভারতকে দরকার বলে তোষামোদও করতেন ডেমোক্রেট সেই প্রেসিডেন্ট।
তবে চীনের অজুহাতে বাণিজ্য ও মুনাফার প্রশ্নে যে ভারতকে কোনো ছাড় দেয়া তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। শি জিন পিংয়ের দেশকে নিজের বাণিজ্য নীতি দিয়েই পরাজিত করতে চান তিনি।
আর তাই চীনের সাথে ভারতের আঞ্চলিক ও অভ্যন্তরীণ টানাপোড়েনে যুক্তরাষ্ট্র যে সহায়তা করবে না তাও স্পষ্ট জানিয়ে দেন ট্রাম্প।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=L2bK24NToC0
শিহাব