
ছবি: সংগৃহীত।
প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেয়া উচিত, মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরের এবিসি অডিটোরিয়ামে ‘খোলা হাওয়া’ নামক একটি সংগঠনের আয়োজিত ‘বাংলাদেশ ইন ক্রাইসিস’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারী ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি একজন নাগরিক হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানাবো, আওয়ামী লীগের যে সমস্ত নেতা, কর্মী, সমর্থকরা প্রাণ বাঁচাতে ভারতে আসছেন, তাদের কারাগারে না পুরে যেন রাজনৈতিক আশ্রয় দেয়া হয়।’
তিনি আরও দাবি করেন, হিন্দু, বৌদ্ধসহ বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং আওয়ামী লীগের যারা পরিচিত মানুষ তাদেরকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়া উচিত। কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলিম, উগ্রপন্থি বা সন্ত্রাসী নয়।’
এছাড়া, শুভেন্দু বলেন যে, ভারত সরকারের উচিত এসব নেতাকর্মী ও সংখ্যালঘুদের আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচানো, যা ভারতের মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ।
নুসরাত