ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাব-নিকাশকে ভুল বলছে এরদোগান

প্রকাশিত: ২১:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাব-নিকাশকে ভুল বলছে এরদোগান

ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য বিষয়ে ভুল হিসাব-নিকাশ করছে, যা এই অঞ্চলে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমেরিকা আমাদের অঞ্চল সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে। এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “আমি আশা করছি, ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টির পরিবর্তে শান্তির জন্য কার্যকর পদক্ষেপ নেবেন এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।”

মো. মহিউদ্দিন

×