ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

রেডিমেড বাড়ি প্রবেশে ইসরাইলের বাধা

প্রকাশিত: ২১:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রেডিমেড বাড়ি প্রবেশে ইসরাইলের বাধা

১৫ মাস ধরে চলা ইসরাইলি বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকা দৃশ্যত বিরান ভূমিতে পরিণত হয়েছে। দীর্ঘ সময় পর যুদ্ধবিরতি চললেও এখনো মানবেতর দিন কাটছে গাজাবাসীর। ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই তাঁবু বানিয়ে বাস করছেন তারা। যুদ্ধবিরতির শর্তাবলী অনুযায়ী, অস্থায়ীভাবে বাস করা অনেক রেডিমেড ঘরবাড়ি মিসরের সীমান্তে আনা হলেও ইসরাইলের বাধায় এখনো গাজায় ঢুকতে পারেনি। গাজায় প্রবেশের জন্য এসব ঘরবাড়ি ইসরাইলের অনুমতির অপেক্ষায় রয়েছে। খবর আলজাজিরার। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পার হলেও ইসরাইল মাত্র ৪ শতাংশ প্রয়োজনীয় তাঁবু প্রবেশের অনুমতি দিয়েছে এবং কোনো ক্যারাভানই প্রবেশ করতে দেয়নি। একইসঙ্গে তারা এখনো ধ্বংসস্তূপ অপসারণে প্রয়োজনীয় ভারি যন্ত্রপাতির প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। গাজায় আনুমানিক ১৪ হাজার নিখোঁজ ব্যক্তি রয়েছে, যাদের অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত প্রবেশের অনুমতি পাওয়া তেলবাহী ট্রাকের মাত্র ৫ শতাংশ গাজায় ঢুকতে পেরেছে।

×