ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

সংখ্যালঘু নির্যাতন নিয়ে আলোচনা এড়িয়ে গেলেন ট্রাম্প ও মোদী, কেন?

প্রকাশিত: ১৯:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

সংখ্যালঘু নির্যাতন নিয়ে আলোচনা এড়িয়ে গেলেন ট্রাম্প ও মোদী, কেন?

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউজে বৈঠক করেছেন। বৈঠকে অস্ত্র বিক্রি, বাণিজ্য এবং অভিবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গ উপেক্ষিত থাকে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনে যে দ্বিদলীয় উদ্বেগ ছিল, তা অনেকটাই কমে এসেছে। যুক্তরাষ্ট্রের জন্য ভারতের ভূ-রাজনৈতিক গুরুত্ব, বিশেষ করে চীন মোকাবিলায় নয়াদিল্লির ভূমিকা বাড়ায় এ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা আনুষ্ঠানিক বক্তব্য দিলেও মানবাধিকার লঙ্ঘন বা সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। মার্কিন বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, "ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান নেওয়ার সম্ভাবনা কম। ট্রাম্পের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ স্বার্থকেন্দ্রিক, যেখানে নীতিগত মূল্যবোধ বা মানবাধিকারের তেমন কোনো জায়গা নেই।"

বৈঠকটিকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও মানবাধিকার ইস্যু এড়িয়ে যাওয়ায় তা বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তথ্যসূত্রঃ https://youtu.be/dC7PHVnvZaU?si=5bz0d6jekdDiXdrK

মারিয়া

×