![ইলন মাস্কের সন্তানদের কি উপহার দিয়েছেন মোদি? ইলন মাস্কের সন্তানদের কি উপহার দিয়েছেন মোদি?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-6-2502151312.jpg)
সংগৃহীত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন সফরের সময় ইলন মাস্কের সন্তানদের হাতে তিনটি ভারতীয় ক্লাসিক বই উপহার হিসেবে তুলে দেন। এই বইগুলি ভারতের সাহিত্য ঐতিহ্য, নৈতিক শিক্ষা এবং কাহিনীর গুরুত্ব তুলে ধরে।ইলন মাস্ক, তাঁর স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত হন। এই বৈঠকটি ছিল বিশেষভাবে নজরকাড়া, যেখানে ইলন মাস্ক এবং মোদি একে অপরের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে মহাকাশ, পরিবহন, প্রযুক্তি এবং উদ্ভাবন সম্পর্কিত নানা বিষয়।
মোদি এদিন মাস্কের তিন সন্তানকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ক্রিসেন্ট মুন’, বিষ্ণু শর্মার ‘পঞ্চতন্ত্র’, এবং আরকে নারায়ণের ‘দ্য গ্রেট আরকে নারায়ণ কালেকশন’ বইগুলি উপহার দেন।
প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, "ওয়াশিংটন ডিসিতে ইলন মাস্কের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, বিশেষ করে মহাকাশ, প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবহন সম্পর্কিত বিষয় নিয়ে। ভারতের সংস্কারের দিকে যে প্রচেষ্টা চলছে এবং 'ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন' এর কথা আমি আলোচনা করেছি।"
এর আগে ২০১৫ সালে, প্রধানমন্ত্রী যখন টেসলা কারখানায় সফর করেছিলেন, তখনও ইলন মাস্কের সঙ্গে একটি বৈঠক হয়েছিল, যেখানে তাকে টেসলা সিইও ব্যক্তিগতভাবে সফরের ব্যবস্থা করেছিলেন।
সূত্র:https://tinyurl.com/bd8z6wfh
আফরোজা