ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

ভারতীয় সাংবাদিককে তিরস্কার করলেন ট্রাম্প

প্রকাশিত: ১৫:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ভারতীয় সাংবাদিককে তিরস্কার করলেন ট্রাম্প

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক সংবাদ সম্মেলনে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদকের প্রশ্ন থামিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে, তিনি তার প্রশ্ন বুঝতে পারেননি কারণ তার "উচ্চারণ" অনুধাবনযোগ্য ছিলনা।এ সময় ডোনাল্ড ট্রাম্প কে বেশ বিরক্ত দেখায়, ওই সাংবাদিককে তিরস্কার করে ট্রাম্প বলেন তোমার বাজে উচ্চারণের কারণে কিছুই বুঝতে পারছি না!

সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডের এই প্রতিবেদক ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার সন্দেহভাজন তাহাব্বুর রানাকে প্রত্যর্পণের রাষ্ট্রপতির সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়েছিলেন, তবে উল্লেখ করেছেন যে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও ভারতবিরোধী শক্তি বিরাজ করছে। এই প্রতিবেদক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে এই বিষয়টি মোকাবেলায় তার পরিকল্পনা কী হবে।

প্রথমে ট্রাম্প উত্তর দেন, তোমাকে আরও জোরে বলতে হবে।

এর ফলে প্রতিবেদক দ্বিতীয়বার প্রশ্নটি জিজ্ঞাসা করতে বাধ্য হন, তবে ট্রাম্প থামিয়ে বলেন, আমি তার কথার একটি শব্দও বুঝতে পারছি না। এটা আসলে উচ্চারণ নয়। এটা আমার জন্য একটু কঠিন।

কয়েক মিনিট পরে, রাষ্ট্রপতি একটি পৃথক প্রশ্নের উত্তর দেওয়া শেষ করার পর, ইন্ডিয়া টুডের আরেকজন প্রতিবেদক তার সহকর্মীর প্রশ্নটি আবার জিজ্ঞাসা করার জন্য পিছনে ফিরে আসেন।

প্রশ্নটা হলো, তুমি তাহাব্বুর রানাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। ভারত তাকে ভারতে ফেরত আনার জন্য অপেক্ষা করছে, যাতে তাকে বিচারের আওতায় আনা যায়, প্রতিবেদক শুরু করলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আরও অনেক উপাদান আছে, বিশেষ করে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা, যারা ভারতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে - আমেরিকা কীভাবে ভারতের সাথে এই ফ্রন্টে সহযোগিতা করবে?

বাইডেন প্রশাসন ভারতীয় সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ এনেছে, প্রতিবেদক আরও যোগ করেন। তুলসি গ্যাবার্ডকে এখন ডিএনআই [জাতীয় গোয়েন্দা পরিচালক] হিসেবে নিয়োগ দিয়ে আপনি কি এটি পুনর্বিবেচনা করবেন?

রাষ্ট্রপতি প্রতিক্রিয়ায় বলেন যে তিনি বিশ্বাস করেন যে বাইডেন প্রশাসনের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক নেই, কারণ হিসেবে তেল ও গ্যাস বিক্রি করতে তাদের অস্বীকৃতি উল্লেখ করা হয়েছে।

 

ফুয়াদ

×