![মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি করা কবি গালিবের গ্রেপ্তার নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক! মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি করা কবি গালিবের গ্রেপ্তার নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-15-at-22343-PM-1-2502150829.jpg)
ছবিঃ সংগৃহীত
ভারতীয় সাংবাদিক অর্ক দেব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, জল অনেকদিন বিপদসীমার উপর দিয়ে বইছে। বাংলাদেশ ফ্যাসিস্ট অপশাসন থেকে মুক্তি চায়। স্বৈরাচার থেকে মুক্তি চায়। নতুন স্বৈরাচার চায় না। কণ্ঠ ছেড়ে গান গাইতে চায়, নতুন করে কণ্ঠরোধ চায় না। আমরা অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা প্রথম দিন থেকে তুলে ধরেছি তার কারণ হাসিনাশাহীর স্বৈরাচার, তার কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর নামিয়ে আনা ফ্যাসিস্ট আক্রমণ। কিন্তু মাথা বিক্রি করিনি। আত্মাও বিক্রি করিনি। বরং প্রশ্ন করার স্বাধীনতাই চেয়েছি। তাই বলছি, জল বিপদসীমার উপর দিয়ে বইছে।
সুনামগঞ্জে কৃষক ভাস্কর্য ভাঙচুর। সেনা হেফাজতে মৃত্যু। বারবার মাজার ভাঙা। অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। গত সপ্তাহেও চট্টগ্রামের হাটহাজারিতে মাজার ভাঙার চেষ্টা করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ বাছাই করা হলের নাম বদল করতে হচ্ছে। এখন কবি সোহেল হাসান গালিবকে গ্রেফতার করা হয়েছে দু'বছর আগে লেখা তাঁরই কবিতার জন্যে, তাঁর নিরাপত্তার ওছিলায়। নাহলেই 'তৌহিদী জনতা' তাঁর উপর চড়াও হবে? অথচ এই কবি নিজেই আগাগোড়া হাসিনা উৎখাত সমর্থন করেছে! তাঁকেই রক্ষা করতে না পারলে কীসের স্বাধীনতা? বাংলাদেশের মানুষ হাসিনাকে চায় না। তাঁরা এই নৈরাজ্যও চায় না।
কোনো অজুহাত নয়। একজন কবিকে তাঁর শব্দ নির্বাচনের স্বাধীনতা দিতে হবে। নিঃশর্ত মুক্তি দিতে হবে তাঁকে। নাহলে অপারগতা আর সংকীর্ণতাই প্রকট হবে। নইলে এই ক্ষমতাতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে। তাদের বিরুদ্ধে তৈরি হওয়া ন্যারেটিভগুলি আরও শক্তি পাবে।
রিফাত