![উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন সেনা কর্মকর্তার চাঞ্চল্যকর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন সেনা কর্মকর্তার চাঞ্চল্যকর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/33333333333333333-2502150544.jpg)
ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, কিম জং উন শক্তিশালী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথে রয়েছেন, যা উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে।
গত বছরের অক্টোবরে উত্তর কোরিয়া প্রথমবারের মতো হুয়াসং নামের একটি কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র আরও উচ্চতায় এবং দ্রুততর গতিতে অতিক্রম করতে সক্ষম। কঠিন জ্বালানি ব্যবহারের কারণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতির সময় কমে আসে, যা হামলা শনাক্ত করা আরো কঠিন করে তোলে।
কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর একাধিক বৈঠক হলেও কোনও সমাধান আসেনি। ২০১৯ সালের বৈঠকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগের শর্তে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ভেঙে যায়। ২০২২ সালে কিম সরকার স্পষ্ট জানায়, তারা পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখবেন।
উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পদক্ষেপের কারণে এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, পিয়ং ইয়ং এর সামরিক অগ্রগতি ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে।
নুসরাত