![ইরানে ইসরাইলের সরাসরি হামলা, মার্কিন রিপোর্টে চাঞ্চল্য ইরানে ইসরাইলের সরাসরি হামলা, মার্কিন রিপোর্টে চাঞ্চল্য](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ezgif-7-9d5fb90e2d-6722fd6d5e2cf-2502150430.jpg)
ছবি: সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরাইল থেমে নেই। তারা তাদের চিরশত্রু ইরানকে ধ্বংস করার জন্য প্রস্তুত। ইসরাইল ইতোমধ্যেই ইরানে হামলার দিন এবং পরিকল্পনা চূড়ান্ত করেছে। তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা।
ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছেন যে, ইসরাইলের আক্রমণ আগামী বছরের মাঝামাঝি সময়ে হতে পারে, যা ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক সপ্তাহ বা মাসের জন্য বিলম্বিত করতে পারে এবং অঞ্চলীয় উত্তেজনা বাড়াতে পারে।
এদিকে, হোয়াইট হাউস এবং ইসরাইলি কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। গত জানুয়ারিতে প্রকাশিত এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ফোরডো এবং নাতান্স পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পারে অক্টোবর মাসে। ইসরাইল ইতোমধ্যেই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করেছে।
এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তিনি শান্তিপূর্ণ চুক্তি চান, তবে যদি ইরান সেই চুক্তি না করে, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করেছে।
এমন পরিস্থিতিতে, ইরান ও ইসরাইলের মধ্যে আরও এক ধাপ সংঘাতের দিকে এগিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=Bx6aJurznsY&ab_channel=EkattorTV
নুসরাত