![আরও ৩৬৯ জন ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ আরও ৩৬৯ জন ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/asfx-1-2502150420.jpg)
ছবিঃ সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩ ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার পরিবর্তে আজ আরও ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার। মুক্তির অপেক্ষায় থাকা ৩৬৯ জন কারাবন্দি ফিলিস্তিনির ৩৩৩ জনই গাজার বাসিন্দা।
হামাসের আল-কাসসাম ব্রিগেড ও প্যালেস্টিনিয়ান প্রিজনার্স মিডিয়া (ফিলিস্তিনি বন্দিদের সহায়তাকারী সংস্থা) অফিস থেকে দেয়া পৃথক বিবৃতিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।
এর আগে আরেক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, আল-কাসসাম ব্রিগেড সিদ্ধান্ত নিয়েছে, শনিবার আরও তিন ইসরাইলি বন্দির মুক্তি দেওয়া হবে। তারা হলেন- আলেকজান্ডার (সাশা) টারবানভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন।
এর আগে বৃহস্পতিবার হামাস নিশ্চিত করে যে, তারা স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ধারিত সময়সীমা মেনে চলবে।
এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাস এ পর্যন্ত ইসরাইলি কারাগারে বন্দি শত শত ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ধারাবাহিকভাবে ২১ জন জিম্মির মুক্তি দিয়েছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর মূলত ১৬ জন ইসরাইলি ও পাঁচজন থাই বন্দি মুক্তি পেয়েছে। বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে মুক্তির স্বাদ পেয়েছেন ৫৬৬ জন ফিলিস্তিনি।
মুমু