ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

চকলেট মনে করে মুখে দিলেন, মুহূর্তেই যা হয়ে গেল

প্রকাশিত: ১৭:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

চকলেট মনে করে মুখে দিলেন, মুহূর্তেই যা হয়ে গেল

প্রতীকী অর্থে ব্যবহৃত

চকলেট ভেবে মুখে দেওয়ার পর আতশবাজি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন চীনের সিচুয়ান প্রদেশের এক তরুণী। বিস্ফোরণের ফলে তার মুখে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ‘শুয়াং পাও’ নামে পরিচিত এক ধরনের আতশবাজির মোড়ক চকলেটের মতো হওয়ায় তরুণী ভুল করে সেটি খেয়ে ফেলেন।

ভুক্তভোগী উ নামের ওই তরুণী জানান, আতশবাজিটি তার ছোট ভাই বাড়িতে এনেছিল। অন্ধকারে বসে টিভি দেখার সময় তিনি সেটিকে চকলেট ভেবে মুখে দেন, তখনই মুখের ভেতর বিস্ফোরণ ঘটে।

এই বিশেষ ধরনের আতশবাজি আগুন ছাড়াই সামান্য চাপেই ফেটে যায়। উঁচু থেকে ফেলা বা পায়ের চাপ পড়লেও এটি বিস্ফোরিত হতে পারে।

বিস্ফোরণের পরও উ মুখে তীব্র ব্যথা অনুভব করেননি, তবে বারুদের গন্ধ পান এবং মুখের ভেতরে অনুভূতিহীনতা টের পান। দুর্ঘটনার পর তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

জাফরান

×