ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বদলে যাবে ভারত-পাকিস্তান সীমান্ত, প্রস্তুত সব যুদ্ধযান!

প্রকাশিত: ১৬:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বদলে যাবে ভারত-পাকিস্তান সীমান্ত, প্রস্তুত সব যুদ্ধযান!

পরিস্থিতির পরিবর্তন দ্রুত ধাবমান হচ্ছে। আবারও এক যুদ্ধের মুখোমুখি দক্ষিণ এশিয়া। আর সেই সংঘাতের একপাশে দাঁড়িয়ে ভারত অন্য পাশে পাকিস্তান।

কাশ্মীর সীমান্ত ঘিরে বন্দুকের নল গুলো আবারো সজাগ হয়ে উঠছে। নিশানা খুঁজে নিচ্ছে কামানবাহী ট্যাঙ্ক। স্নাইপার বাহিনী তৈরি, প্রস্তুত দুই দেশের আকাশযান গুলো। যে কোনও সময় হামলা তুমুল ক্রোধে ফেটে পড়তে পারে একের পর এক বোমা। 

দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ পুরো এশিয়া জুড়েই অশনি সংকেত বয়ে আনতে পারে বলেই মনে করছেন সমর বিশ্লেষকরা। তাঁদের মতে, যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েই আছে৷ চারিদিকে শুষ্ক আর বৈরী হাওয়া যুদ্ধ দাবানলের পরিবেশ তৈরি। দরকার একটু আগুনের আঁচ সেই আগুনের সূত্রপাত ও মনে হয় হয়ে গেছে ।

২০২১ সালের পর এবারই প্রথম আবারও সীমান্তে বন্দুক যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-ভারত। ভারতীয় সেনাবাহিনীর দাবি, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বুধবার নিয়ন্ত্রণরেখা বরাবর এলোপাথাড়ি গুলি চালিয়েছে পাকিস্তান। তাদের কে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে ভারত। ভারতের দাবি, পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই বিষয়ে পাকিস্তান এখনও মুখ খোলেননি।

ভারতীয় সেনা জানিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণরেখায় তল্লাশি অভিযানের সময়ে বিস্ফোরণে নিহত হন দুই সেনা জওয়ান। সেই ঘটনার এক দিনের মাথায় কৃষ্ণা ঘাটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনারা। অভিযোগ, কোনও রকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। যদিও পাকিস্তান এখনও এ বিষয়ে কোনও তথ্য দেননি। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয়েছেন তাঁদের এক জুনিয়র কমিশনড অফিসার।মেন্ধরের বাসিন্দা ওই জেসিও নিয়ন্ত্রণরেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন। সে সময়েই দুর্ঘটনাটি ঘটে। আহত জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ কোনও ঘটনা নয়৷ তবে গত সাতদিনে নিয়ন্ত্রণরেখা বরাবর নানাধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর এই সংঘাতকে আরও উস্কে দিচ্ছে দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। কদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনীর ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছে একদিন পুরো কাশ্মীরই পাকিস্তানে হবে। কাশ্মীরের জন্য প্রয়োজনে ভারতের সাথে আরও ১০ বার যুদ্ধ করবে তাঁর দেশ। এই ঘটনার পরে বদলে যেতে শুরু করেছে দুই দেশের সীমান্ত পরিস্থিতি।

ফুয়াদ

×